বাংলা কবিতা উৎসব ২০১১

Poetry Festival 2011 at a glance

 সংহতি আয়োজিত বাংলা কবিতা উৎসবের সফল সমাপ্তি

নানা আয়োজন আর বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে দুদিন ব্যাপী সংহতি বাংলা কবিতা উৎসবের সমাপ্তি হলো। গত ৩ ও ১০ জুলাই অনুষ্ঠিত হয় সংহতি আয়োজিত তৃতীয় বাংলা কবিতা উৎসব। উৎসবে বাংলাদেশ থেকে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কবি মহাদেব সাহা। তাছাড়াও ইউরোপ আমেরিকা ও বাংলাদেশ থেকে অনেক কবিদের উপস্থিতি ছিল লক্ষণীয়। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বাহিরে যুক্তরাজ্যের লন্ডনে সংহতি-ই সর্বপ্রথম বাংলা কবিতা উৎসবের আয়োজন করে ২০০৮ সালে। তারই ধারাবাহিকতায় এবারেও অনুষ্ঠিত হয় বাংলা কবিতা উৎসব।
স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি, কাব্যনৃত্য, কাব্যনাট্য সঙ্গীত ও জারী গানের আয়োজন আর বিপুল সংখ্যক কবি-সাহিত্যিক ও সাহিত্য প্রেমীদের উপস্থিতিতে সমাপ্ত হলো সংহতি সাহিত্য পরিষদ আয়োজিত ’বাংলা কবিতা উৎসব।
৩ জুলাই রোববার পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কের শহীদ মিনার প্রাঙ্গণে নানান রঙের বেলুন ফ্যাস্টুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন লেখক কলামিস্ট আব্দুল গাফ্‌ফার চৌধুরী ও বাংলাদেশ থেকে আমন্ত্রিত অতিথি বাংলা সাহিত্যের খ্যাতিমান কবি মহাদেব সাহা ও সংহতি’র প্রতিষ্ঠিতা সভাপতি কবি ফারুক আহমদ রনি। উদ্বোধন ঘোষণার পর বিভিন্ন শহর এবং বিশ্বের অন্যান্য দেশ থেকে উৎসবে যোগ দেয়া কবি সাহিত্যিকদের নিয়ে বর্ণাঢ্য র‌্যালি শুরু হলে সবার মুখে উচ্চারিত হয় কবিতার জয়গান। কবিতায় কবিতায় সাজানো প্ল্যাকার্ড আর ব্যানার হাতে বাংলা টাউনের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র‌্যালির সমাপ্তি হয় ব্র্যাডি আর্ট সেন্টারে। কবিগুরু রবীন্দ্রাথ ঠাকুরের কবিতা আবৃত্তির মাধ্যমে জনপ্রিয় উপস্থাপক রেজোয়ান মারুফ ও মুনিরা পারভিনের উপস্থাপনায় বিকেল তিনটা থেকে শুরু হয় উৎসবের মূল পর্ব। বিশিষ্ট কণ্ঠশিল্পী মিতা তাহের সংহতির শিশু শিল্পীদের নিয়ে পরিবেশন করেন রবীন্দ্রনাথের গান ’আগুনের পরশমনি’ এবং ‘আলো আমার আলো’ গানের সাথে নৃত্য পরিবেশন করে উদীচী’র শিল্পীরা।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত বার্ষিকী উপলক্ষে উৎসর্গিত এবারের কবিতা উৎসবে অতিথি হিসেবে আমন্ত্রিত বিশিষ্ট কবি মহাদেব সাহা বলেন, বাংলাদেশের বাইরে বাংলা ভাষাভাষী কবি-সাহিত্যিকদের নিয়ে এমন একটি উৎসব দেখে আমি অভিভূত। দেশের আর্থ-সামাজিক উন্নয়নের সাথে সাথে নিজের ভাষা, সাহিত্য-সংস্কৃতি পৃথিবীর কাছে তুলে ধরতে সংহতির এই আয়োজন সাধুবাদ ও প্রশংসা পাওয়ার যোগ্য। প্রবাসে এতো ব্যস্ততার মধ্যে শুধু কবিতার জন্য একটি দিন, শুধু কবিতার ভালোবাসায় এতো লোকের সমাগম আমাকে মুগ্ধ করেছে। এত সুন্দর আয়োজন, উদ্যোক্তাদের আন্তরিকতা আর বিলেতে কবি-সাহিত্যিক ও সাহিত্য চর্চা দেখে একজন বাংলাভাষী কবি হিসেবে আমি আনন্দিত, আশাবাদী ও গর্বিত। বিলেতে পূর্বে আসার স্মৃতি, বাংলা কবিতা, কবিতা উৎসব এবং এবারের  সফরসহ নানান প্রসঙ্গ টেনে বক্তৃতা শেষে কবি পড়ে শুনান নিজের কবিতা । হল ভর্তি উপস্থিতি তখন মগ্ন হয়ে শুনেন তাঁর কবিতা।
আমন্ত্রিত কবি হিসেবে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক কলামিস্ট আবদুল গাফ্‌ফার চৌধুরী সংহতির এই উদ্যোগের প্রশংসা করে বলেন, এ উৎসব কে বলা যায় বাংলা কবিতার ত্রিবেণী সঙ্গম। ঢাকা ও কলকাতার সঙ্গে বিলেতসহ ইউরোপ, আমেরিকা ও অন্যান্য দেশের বাংলা কবিতার প্রাণ প্রবাহে এখানে এক ধরনের মোহনার সৃষ্টি হচ্ছে। যার গতি ক্রমশই বেগবান হবে বলে আমি আশাবাদী। সংক্ষিপ্ত বক্তব্য ও কবিতা পাঠ করেন কবি ও নাট্যকার মাসুদ আহমেদ, কথা সাহিত্যিক সালেহা চৌধুরী আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ থেকে আগত কবি মুহিত চৌধুরী, লেখক সাংবাদিক উর্মি রহমান ও সাগর চৌধুরী।
কয়েকটি পর্বে বিন্যস্ত অনুষ্ঠানে বিলেত, আমেরিকা, ফ্রান্স, বাংলাদেশ, ভারত হতে আগত কবিদের মধ্যে প্রথম দিনের কবিতা উৎসবে স্বরচিত কবিতা পাঠ করেন কবি কাদের মাহমুদ, মাসুদ আহমেদ, সালেহা চৌধুরী, শামীম আজাদ, ফেরদৌস রহমান, সৈয়দা মঞ্জু মজিদ, মাশুক ইবনে আনিস, সংহতির প্রতিষ্ঠাতা সভাপতি ফারুক আহমেদ রনি, আবু মকসুদ, দেলওয়ার হোসেন মঞ্জু, মিলটন রাহমান,  কাজল রশিদ, দিলু নাসের, মঞ্জুরুল আজিম পলাশ, লোকমান আহমদ,  ওয়ালি মাহমুদ, অলি রহমান, মঞ্জুলিকা জামালী, শাহনাজ সুলতানা, শাহ শামীম আহমদ, মুজিব ইরম, খাতুনে জান্নাত, আলী আসগর, সৈয়দ রুম্মান, নজরুল ইসলাম নাজ, জামিল সুলতান, সুফিয়া নুরুজ, সাইফ উদ্দিন আহমদ বাবর, সেবুল আহমদ, নজরুল ইসলাম হাবিবী, সাজেদা সৈয়দ, মাহফুজা তালুকদার সহ প্রায় ৭০ কবি স্বরচিত কবিতা পাঠে অংশগ্রহণ করেন।
আবৃত্তি পর্বে দলীয় আবৃত্তি পরিবেশন করে পুনশ্চ:, এবং কণ্ঠপ্রবাস। একক আবৃত্তি করেন, প্রপা, নির্ঝর, তপন, লুৎফুন নাহার বেবি, উর্মি মাযহার, সৈয়দ আফসার উদ্দিন, ড. জাকি রেজোয়ানা আনোয়ার। কাব্যনৃত্য পরিবেশন করেন রিয়ানা তৃনা। রবীন্দ্রনাথের শেষের কবিতার অংশ বিশেষ নিয়ে কাব্যালেখ্য পরিবেশন করে বিশ্বসাহিত্য কেন্দ্র। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন ইভা রহমান, শাহিনূর হিরক, মিতা তাহের এবং নৃত্য পরিবেশন করে সত্যেন সেন স্কুল অব পার্ফর্মিং আটস ও বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর হাফা ও রাফা এবং শম্পা। সংহতি সাহিত্য পরিষদ প্রতিবারের মত এবারও সাহিত্য চর্চায় বিশেষ অবদানের জন্য সংহতি পদক এবং গুণীজন পদক প্রদান করেছে। কবিতায় সংহতি সাহিত্য পদক ২০১১ দেয়া হয় বাংলা সাহিত্যের অন্যতম কবি শামীম আজাদকে। আজীবন সম্মাননা পদক প্রদান করা হয় লেখক, সাংবাদিক কাদের মাহমুদ কে। মরণোত্তর সম্মাননা প্রদান করা হয় সদ্য প্রয়াত কথাসাহিত্যিক হিরণ্ময় ভট্টাচার্যকে। গুণীজন পদক প্রদান করা হয় বাংলা সাহিত্যের খ্যাতিমান কবি মহাদেব সাহাকে।
সংগঠনের সাধারণ সম্পাদক শামসুল হক এহিয়ার স্বাগত বক্তব্য এবং শামীম শাহানের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শুরু হয় দু’দিন ব্যাপী কবিতা উৎসবের প্রথম দিনের সফল সমাপ্তি হয় সংহতির সভাপতি ইকবাল হোসেন বুলবুলের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে।
দ্বিতীয় দিনের কবিতা উৎসব অনুষ্ঠিত হয় টেমস্ নদীতে নৌ-বিহারের মাধ্যমে। বিলেতের বিভিন্ন স্থান থেকে আগত প্রায় দুই শতাধিক কবি, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীদের উপস্থিতিতে এক আনন্দ উৎসবে আন্দোলিত হয়ে ওঠে টেমস নদীর উত্তাল জল। কবিতা, গান, গল্প আর আড্ডায় বয়ে নিয়ে এসেছির এক নান্দনিক পরিবেশ। কবিতা পাঠ, আবৃতি আর সঙ্গীতের ফাঁকে ফাঁকে খাবার পরিবেশনার মাধ্যমে গ্রীষ্মের দুপুর গড়িয়ে বিকেল পর্যন্ত চলে কবিতা উৎসবের দ্বিতীয় দিনের আয়োজন।

 

Shanghati Lifetime Achievement Award 2011 has awarded to Kobi Quader Mahmud

Shanghati Literary Award 2011 has awarded to Kobi Shamim Azad

 

 

 


 

 বাংলা কবিতা উৎসব ২০১১ এবং সংহতি পরিবারে আপনাকে স্বাগতম

Welcome to Bengali Poetry Festival 2011, London

 

Event of Poetry Festival will take place on 3rd July 2011

at The Brady Arts and Community Centre, London

Programme schedule:

Rally: 11.30am at Altab Ali Park (Shahid Minar) 

Lunch: 1pm at The Brady Arts and Community Centre

Main programme: 2pm Recitation, Reading, Seminar, Poetic Drama, Poetic Dance, and Music 

 Chief Guest:  Poet Mohadeb Saha, Special Guest: Poet, Writer, Journalist Abdul Gaffar Choudhury

Poetry on the River on 10th July 2011:

Poet and poetry on the River Thames

 Boarding: Westminser Pier at 12 Noon 

Programme schedule: 

Lunch: 1pm

Programme: Reading, Recitation, Music and open Adda

Raffle draw

 EVENT REGISTRATION  

 

সংহতি বাংলা কবিতা উৎসব

সংহতি গত তিন বছর থেকে  বাংলা কবিতা উৎসবের আয়োজন করে আসছে এবং সম্ভবত বাংলাদেশ ও পশ্চিম বঙ্গের বাহিরে যুক্তরাজ্যের লন্ডনেই এই আয়োজন বাংলা সাহিত্যে একটি ভিন্ন প্রয়াস হিসাবে বিবেচিত। আর এই আয়োজনের প্রধান যে ভুমিকা রয়েছে সেটা হচ্ছে প্রবাসে অর্থাৎ ডায়াস্পরার ...কবি-সাহিত্যিকদের নূন্যতম হলেও স্বীকৃতি প্রদান, যাঁরা কিনা বাংলাদেশ অথবা পশ্চিম বঙ্গের সাহিত্য পাড়া থেকে বিচ্ছিন্ন, বাংলা সাহিত্যে যাঁদের অবদান কোন অংশেই কম নয়। সংহতি আগামী বছর থেকে ইউরোপ, কানাডা ও আমেরিকার কবি ও সাহিত্যিকদের নিয়ে সম্মাননার চিন্তা করছে।  

 সংহতি বাংলা কবিতা উৎসব ২০১১, লন্ডন

সংহতি আয়োজিত বাংলা কবিতা উৎসবের প্রস্তুতি চুড়ান্ত পর্যায়ে। বাংলাদেশ এবং পশ্চিম বাংলার বাহিরে সংহতি সাহিত্য পরিষদের আয়োজনে গত তিন বছর থেকে বিলেতে বাংলা কবিতা উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতি বছরই বিলেতের কবি সাহিত্যিক ছাড়াও উৎসবে অংশগ্রহণ করছেন বাংলাদেশ, পশ্চিমবঙ্গ ও ইউরোপের কবি সাহিত্যিকরা, তাদের মধ্যে কবি রফিক আজাদ, বেলাল চৌধুরী, আসাদ চৌধুরী, কেতকী কুসারী ডাইসন, হাবিবুল্লাহ সিরাজী, নাজমুন নেছা পিয়ারী, সৈয়দ আল ফারুক, আমিরুল আরহাম, মুস্তাফিজ শফি সহ অসংখ্য কবি।
আগামী ৩ ও ১০ জুলাই ৩য় বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলা কবিতা উৎসব এবং এই উৎসবকে কেন্দ্র বাংলাদেশ থেকে অতিথি হয়ে যোগ দিচ্ছেন কবি মহাদেব সাহা। তাছাড়াও ইউরোপ সহ বিলেতের বিভিন্ন এলাকা থেকে প্রায় দেড় শতাধিক কবিদের উপস্থিতির নিবন্ধন চুড়ান্ত হয়েছে। সংহতি সাহিত্য পরিষদ প্রতি বছরই বিলেত ও ইউরোপের কবিদের সম্মানে বিভিন্ন বিষয়ে প্রদান করে আসছে সম্মাননা পদক। তারমধ্যে সংহতি সাহিত্য পদক, সংহতি আজীবন সম্মাননা পদক, সংহতি মরনত্তোর পদক ও গুণীজন সম্মাননা পদক। এই পর্যন্ত যাদের বিভিন্ন বিষয়ে সম্মাননা পদক প্রদান করা হয় তাদের মধ্যে লেখক, সাহিত্যিক ও সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরী (আজীবন সম্মাননা পদক), লেখক, সাহিত্যিক আব্দুল মতিন (আজীবন সম্মাননা পদক), কবি আতাউর রহমান মিলাদ (সাহিত্য পদক), কবি মুজিব ইরম (সাহিত্য পদক), কবি আসাদ চৌধুরী, কবি রফিক আজাদ, কবি বেলাল চৌধুরী, কবি হাবিবুল্লাহ সিরাজী ও কেতকী কুসারী ডাইসন  (গুণীজন সম্মাননা পদক), কবি ও ছড়াকার সৈয়দ আল ফারুক, কবি মুস্তাফিজ শফি (বিশেষ সম্মাননা পদক) এবং মরনত্তোর সম্মাননা  পদক পদান করা হয়  প্রয়াত কবি কিশওয়ার ইবনে দিলওয়ার  ও প্রয়াত বাউল কবি শাহ আব্দুল করিম সম্মানে।এবার সংহতি বাংলা কবিতা উৎসবের দুদিনব্যাপী অনুষ্ঠানসুচীর প্রথম দিনে থাকছে কবিদের কন্ঠে কবিতা পাঠ, আবৃত্তি, কাব্যনাট্য, কাব্যনৃত্য,  জারি, পূথিপাঠ, সেমিনার সহ সাংস্কৃতিক অনুষ্ঠান। তাছাড়াও ১০ জুলাই কবিতা উৎসবের ২য় আয়োজনটি অনুষ্ঠিত হবে টেমস নদীতে বজ্রাভ্রমণের মাধ্যমে। 

 

বাংলা কবিতা উৎসবের প্রস্তুতি সভায় কবি মহাদেব সাহা


সংহতি সাহিত্য পরিষদের আয়োজনে ৩ ও ১০ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলা কবিতা উৎসব। কবিতা উৎসবকে সামনে নিয়ে গত ৩০ জুলাই পূর্ব লন্ডনের মন্টিফিউরি সেন্টারে আয়োজন করা হয় সর্বশেষ প্রস্তুতি সভা ও কবিদের আড্ডা।উক্ত আড্ডার মধ্যমণি ছিলেন কবি মহাদেব সাহা। কবিতা উৎসবে যোগ দিতে তিনি ইতোমধ্যে লন্ডনে এসে পৌঁছেছেন।
বিলেতের আলো বাতাসে এখন বসন্তের ছুঁয়া, ঘড়ির কাটায় ছ'টা বাজতেই জমায়েত হতে থাকেন কবিরা। জমে ওঠে আড্ডা, আড্ডা মানে কবি ও কবিতার আড্ডা। কবিতার সাথে প্রেম আর ভালবাসার যে নিরন্তর যোগসুত্র তারই প্রেক্ষাপট প্রতীয়মান হয় বিলেতের কবিদের মাঝে।
আড্ডাতে যোগ দেন বিলেতের কবিরা এবং আলোচনার অংশগ্রহণ করেন কবি মহাদেব সাহা, কবি শামিম আজাদ, লেখক সাংবাদিক আমিনুল হক বাদশা, সংহতির প্রতিষ্ঠাতা সভাপতি কবি ফারুক আহমেদ রনি, বর্তমান সভাপতি কবি ইকবাল হোসেন বুলবুল, কবি আবু মকসুদ, কবি মজিবুল হক মনি, কবি রেজুয়ান মারুফ, লেখক, নাট্যকার আ ম নেসওয়ার, সংহতির অর্থ সচিব হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক শামসুল হক এহিয়া, নজরুল আলম, সহ সভাপতি সেলিম উদ্দিন, সহ সাধারণ সম্পাদক শামসুল জাকি স্বপন,  শিক্ষা বিষয়ক সচিব ও আবৃতিকার মুনিরা পারভিন, নাজিম উদ্দিন, কাসিম আলী, আইটি সচিব নোমান চৌধুরী, সদস্য সচিব কবি মঞ্জুলিকা জামালি, কবি সেবুল আহমদ, প্রচার ও প্রকাশণা সচিব সাঈম চৌধুরী,  সংস্কৃতি বিষয়ক সচিব আমিনা আলী, দপ্তর সচিব শাহ আলম, মহিলা বিষয়ক সচিব কবি খাতুনে জান্নাত, কবি শাহ শামিম আহমদ, সংহতি কবি শামিম শাহান, সুলতান শরিফ (সভাপতি যুক্তরাজ্য আওয়ামীলীগ) সহ অন্যান্য কবি ও সূধীজনেরা।

Shaghati's past events

Bengali Poetry Festival 2011

NTV Coverage on Bengali Poetry Festival 2011

www.youtube.com/watch?v​=GvVIvhf3vd4&feature=player_em​bedded

 

BENGALI POETRY FESTIVAL 2009, DEDICATED TO BENGALI 

BAUL LEGEND  LATE SHAH ABDUL KARIM

PLEASE WATCH VIDEO

 

POETRY FESTIVAL SOUVENIR 2009