সংহতির উদ্যোগে বাংলা কবিতা উৎসব ২০১২ অনুষ্ঠিত

সংহতি তৃতীয়বাংলায় বাংলা সাহিত্যের জন্য সমন্বয় প্রত্যয়ের যে সিড়ি তৈরী করেছে তার পিছনে কাজ করছে সংহতি এবং তৃতীয়বাংলার কবিদের ত্যাগনিষ্ঠ নিগুঢ় তাগিদ। বিশেষ করে শিল্প-সৌন্দর্যে বিকশিত কবিদের সরবচারণক্ষেত্র হিসাবে প্রতিয়মান বাংলা কবিতা উৎসব। জীবনবোধের স্বভাবজাত সংকটের বাহিরে সৃষ্টিময়তার অনিবার্য স্থাপত্য হিসাবে সংহতি বাংলা কবিতা উৎসবকে আমরা দ্বন্দ্বহীন, অবিভক্ত এবং ঐক্যবোধের বিরল দৃষ্টান্ত হিসাবে কবিও কবিতার মুক্তচিন্তার অপারাজেয় সংহতি হিসাবে বিবেচনা করা যেতে পারে।

সম্প্রতি অনুষ্ঠিত হয়ে হলো সংহতি আয়োজিত ৪র্থ বাংলা কবিতা উৎসব ২০১২। গত ২ সেপ্টেম্বর পূর্ব লন্ডনের বাংলা টাউন অধ্যুসিত এলাকা জুড়ে মেতে উঠেছিল কবিও সাংস্কৃতিক কর্মিদের আনন্দ উৎসব। কবিতাকে নিয়ে এরকম উৎসব হতে পারে সেটা সংহতি আয়োজিত কবিতা উৎসবে অংশগ্রহন না করলে বুঝা যাবেনা। হেমন্তের সকালটা যেন রোদ্রজ্জ্বল আলোতে ঝলসে ওঠে। পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কের শহীদ মিনার প্রাঙ্গনে থেকে জড়ো হতে থাকেন বাংলাদেশ, কানাডা, ইউরোপ ও ব্রিটেনের বিভিন্ন প্রান্ত থেকে কাব্যপ্রেমী কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মীরা।  বাংলাদেশ থেকে আমন্ত্রিত হয়ে এসেছেন বরণ্য কবি নির্মলেন্দু গুণ, আরো এসেছেন কবি সৈয়দ আল ফারুক, কবি মারূফ রায়হান, কবি ওবায়েদ আকাশ, কবি তাপস কর্মকার, কানাডা থেকে উপস্থিত হয়েছিলেন কবি মাসুদ খান ও জার্মানী থেকে কবি নাজমুন নেছা পিয়ারী।  ব্যানার, ফেস্টুন হাতে উপস্থিত ছিলেন  সংহতির কবি ও কর্মকর্তাবৃন্দ। উপস্থিত হয়েছিলেন তৃতীয়বাংলার বর্ষিয়ান কবি, সাহিত্যিক ও সাংবাদিক আবদুল গাফফার চৌধুরী, ইংরেজ কবি স্টিফেন ওয়াটস  ও  টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুতফুর রহমান।

কোলাহল মুখর আলতাব আলী পার্কের সবুজ উদ্যান থেকে আকাশে রঙিন বেলুন আর ফেস্টুন উড়িয়ে কবিতা উৎসবের উদ্বোধন করা হয়। উদ্বোধনী পর্বে সংক্তিপ্ত বক্তব্য রাখেন সংহতির সভাপিত ইকবাল হোসেন বুলবুল, প্রতিষ্ঠাতা সভাপতি কবি ফারুক আহমেদ রনি,  কবি ও সাংবাদিক আবদুল গাফফার চৌধুরী , কবি নির্মলেন্দু গুণ, ইংরেজ কবি স্টিফেন ওয়াটস, টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুতফুর রহমান, কাউন্সিলার গোলাম রব্বানি, কবি মাসুদ খান, কবি সৈয়দ আল ফারুক, কবি মারুফ রায়হান, কবি ওবায়েদ আকাশ ও বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার রাশেদ চৌধুরী।  আবদুল গাফফার চৌধুরী ব্রিটিশ মূলস্রোতের কবিদের কাব্যচর্চা ও বাঙালি অনাবাসি কবিদের কাব্যচর্চার মেলবন্ধন রচনা করা এবং নতুন কবিদের কবিতা অনুবাদের মাধ্যমে কাব্যচর্চার কর্মচেষ্টা আদান-প্রদানের জন্য নতুন কবিদের প্রতি আহ্বান জানান। কবি নির্মলেন্দু গুণ যুক্তরাজ্যে বাঙালিদের কাব্যচর্চার সৃষ্টিশীল স্পৃহা দেখে অভিভূত হন
কবি আনোয়রুল ইসলাম অভি, কবি শামীম শাহান, সৈয়দা তুহিন মোহাম্মদ, হেলাল উদ্দিন ও  মিতা তাহেরের নির্দেশনা ও তত্বাবধানে শুরু হয় বর্ণাঢ্য রেলি। আলতাব আলী পার্ক থেকে ব্রীকলেন অর্থাৎ বাংলা টাউনের বিভিন্ন রাস্তা হয়ে সারি সারি লাইন বেধে গান আর কবিতায় মুখরিত হয়ে র‍্লি গিয়ে পৌছে ব্রাডি আর্টস সেন্টারে।  তারপর দুপুরের পানাহারের আয়োজনের মধ্যোদিয়ে চলে কবিদের মধ্যে প্রাঞ্জল আড্ডা আর ক্যামেরার ফ্লাশে ঝলসানো ছবি তোলার পর্ব।

তারপর নির্ধারিত সময় ২টায় শুরু হয় কবিতা উৎসবের মুল অনুষ্ঠান। থিয়েটার হলের ভেতরে ঢুকে চমকে উঠতে হয়েছে সবাইকে, চমৎকার আলপনা আর নান্দনিক শিল্পকর্মে সাজানো স্টেজের কারুকাজ। বাড়ির আঙিনায় ভোরের সূর্যোদয়ের দৃশ্য মিহিন আলোর ভেতর দিয়ে ভেতর বাড়ি থেকে শোনা যায় নাটকীয় সংলাপ- 'ভোর হলো, কবিবন্ধু জাগোরে..' পর্দার পেছন থেকে বাড়ির সদর দরজা খোলে বেরিয়ে এলেন মাইক্রোফোন হাতে উপস্থাপকবৃন্দ। সংহতির তিন সদস্য- রেজুয়ান মারুফ, মুনিরা পারভিন ও সৈয়দা তুহিন। অনুষ্ঠানের  উদ্ধোধন হয় সংহতির শিল্পী মিতা তাহেরের তত্ত্বাবধানে উদ্ধোধনী সঙ্গীতের মাধ্যমে অংশ নেয় সংহতির শিশু-কিশোর শিল্পীরা। এরপর অতিথিদের বরণ করে নেয়া হয়। অতিথির আসন গ্রহণ করেন আবদুল গাফফার চৌধুরী, কবি নির্মলেন্দু গুণ, কবি স্টিফেন ওয়াটস, কবি মাসুদ খান, কবি নাজমুন নেছা পিয়ারী, কবি মারুফ রায়হান, কবি ওবায়েদ আকাশ ও কবি তাপস কর্মকার।
সংহতির সাধারণ সম্পাদক সামসুল হক এহিয়ার স্বাগত বক্তব্য প্রদানের মাধ্যমে পরপর অতিথি কবিরা আলোচনা ও স্বরচিত কবিতা পাঠ করেন। তাছাড়াও বক্তব্যে রাখেন বাংলাদেশের হাই কমিশনার ড. সাইদুর রহমান খান ও সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবু তাহের। তারপর স্বরচিত কবিতা পাঠে অংশ নেন বিলেতের কবিদের মধ্যে কবি কাদের মাহমুদ, কবি মাসুদ আহমদ, কবি শামীম আজাদ, কবি নূরুজ্জামান মনি, কবি গোলাম কবির, কবি আতাউর রহমান মিলাদ, কবি মুজিবুল হক মনি,  কবি মাসুক ইবনে আনিস, কবি আহমদ ময়েজ, কবি মুজিব ইরম, কবি অলি রহমান,  কবি মাজেদ বিশ্বাস, কবি লোকমান আহমদ,  কবি কাজল রশিদ, কবি শাহনাজ সুলতানা, কবি শাহ শামীম আহমদ, কবি আবদুল কাইয়ূম, কবি মিলটন রহমান, কবি কবি শামীম শাহান, কবি সুফিয়া নুরুস,  কবি শাহ আলম,  শামসুল হক এহিয়া ও সহ প্রবীন ও নবীন কবিরা। আর আবৃতিতে অংশ গ্রহণ করেন বিলেতের আবৃতিকারদের মধ্যে ড. আনোয়ারুল হক, সমর সাহা, উর্মি মাজহার, মুনিরা পারভিন, সালাউদ্দিন সাহীন সহ অনেকেই বিলেতের কবিদের কবিতা আবৃতি করেন।

শতাধিক কবিদের স্বরচিত কবিতা পাঠ, কবিতা আবৃত্তি, বৃন্দ আবৃতি, জারীগান, কাব্যনৃত্যের পর অনুষ্ঠিত হয় পদক দান অনুষ্ঠান। এবার অনাবাসী কবি ও অতিথি কবিদের মধ্যে সংহতি পদক পেয়েছেন কবি কুদরত উল ইসলাম (মরণোত্তর), আজীবন সম্মাননা কবি মাসুদ আহমেদ, কবিতায় কবি দেলোয়ার হোসেন মঞ্জু, বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্যে কবি ও ছড়াকার দিলু নাসের, গুণীজন সম্মাননা পদক কবি নির্মলেন্দু গুণ ও মাসুদ খান। বিশেষ সম্মাননা পদক গ্রহণ করেন কবি মারুফ রায়হান ও কবি ওবায়েদ আকাশ।

Gests arrival
   

Poet Nirmalendu Goon, Maruf Raihan and Obayed Akash will be leaving Dhaka today by Gulf Air and poet Masud Khan will be flying from Toronto on 29th September to attending Bengali Poetry Festival in London, which is scheduled to be held on Sunday,  2nd September 2012.  Poets from Bangladesh will be arriving early in the morning on 29th September at Heathrow airport and poet Masud Khan from Canada on 30th September at Getwick airport. This is confirmed that Shangati family members will be at the airports to receiving the honourable guests on scheduled time. Shanghati wish them for their safe and pleasent journey. 

 

Shanghati Bengali Poetry Festival 2012, London

The 4th annual Shanghati Bengali Poetry Festival takes place on the 2nd September 2012.  The festival will be held at the Brady Art and Communty Centre, London, and has an international line-up of poets, as well launching an anthology of poetry, a book table, and a young people showcase with their creative works. The honourable guests are to be invited from around the globe including Poet Nirmalendu Goon, (Bangladesh), Poet & Columinst Abdul Gaffar Choudhury, Poet Ketaki Kushari Dyson, Poet & Writer Quader Mahmud, Poet and Writer Masud Ahmed, Poet Saleha Chowdhury, Poet Shamim Azad (UK) Poet Masud Khan (Canada)  and also attending Poet Syed Al Faruk, Poet Maruf Raihan (editor Banglamati), Poet Obayed Akash (Literary Editior of Daily Sangbad) from Bangladesh, Poet Nazmun Nessa Piari from German, To participate for reading or other performance please confirm your attendace with filling up registration from, which is available at Shanghati's website or on a request to Shanghati Festival Committee.

NB: If you are a  poet or writer outside from UK mainland and would like to participate in the event please contact us for official invitation (sponsorship for visa purposes), and other documents including booking an accommodation please contact ASAP @ shanghati@yahoo.co.uk



সংহতি বাংলা কবিতা উৎসব ২০১২, লন্ডন

সংহতি বাংলা কবিতা উৎসবকে কেন্দ্র করে তৃতীয়বাংলার কবি সাহিত্যিকদের মধ্যে যে আনন্দমুখর অবস্থান তৈরি হয় সেটা নিশ্চয়ই অন্যকোন উৎসবে দেখা যায় বলে মনে হয়না। সারা বছর ধরে কবিতা উৎসবের জন্য কবিদের অপেক্ষাই প্রমাণ করে সংহতি আয়োজিত কবিতা উৎসব একটি সার্থক প্রচেষ্টা। আগামী ২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪র্থ বারের মত বাংলা কবিতা উৎসব। তৃতীয়বাংলায় অর্থাৎ যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে কবি সাহিত্যিকদের উপস্থিতিতে দুদিন ব্যাপী কবিতা উৎসবের আয়োজন যেন এক অনবদ্য উদ্যোগ। সংহতি প্রতি বছর তৃতীয়বাংলার একজন কবিকে সম্মান জানানো ছাড়াও আরো বেশ কিছু বিষয়ে কবি সাহিত্যিকদের সম্মাননা জানিয়ে আসছে তার মধ্যে সাহিত্য পদক, মরণোত্তর পদক, আজীবন সম্মাননা পদক সহ গুণীজন সম্মাননার উদ্যোগটাও বহির্বিশ্বে অবস্থানরত কবি সাহিত্যিকদের জন্য একটি মাইল ফলক হিসাবে বিবেচিত। এবারের কবিতা উৎসবে তৃতীয়বাংলার বাহিরে থেকে আমন্ত্রিত হয়ে আসছেন এমন কবিদের তালিকার মধ্যে রয়েছেন কবি নির্মলেন্দু গুন, (বাংলাদেশ), কবি মাসুদ খান (ক্যানাডা) ওবায়েদ আকাশ । এছাড়াও জার্মানি থেকে কবি নাজমুন নেছা পিয়ারী সহ ইউরোপ ও যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে উপস্থিত থাকবেন খ্যাতিমান কবি সাহিত্যিকরা। কবিতা উৎসবে অংশগ্রহণের জন্য নিবন্ধন পত্র পূরণ করে সংহতি উৎসব কমিটি বা কর্তৃপক্ষের কাছে পাঠাতে হবে। রেজিস্ট্রেশন বা নিবন্ধন পত্র ওয়েবসাইটেই পাওয়া যাবে।
বিস্তারিত জানার জন্য সংহতির ওয়েবসাইট (www.shanghati.co.uk) পরিদর্শন করে জানতে পারবেন অথবা ইমেইল (shanghati@yahoo.co.uk) এবং টেলিফোনে যোগাযোগ করতে পারেন।

 

বাংলা কবিতা উৎসব ও সংহতি আয়োজিত মত বিনিময় সভা

সংহতি আয়োজিত ৪র্থ বাংলা কবিতা উৎসব উপলক্ষে গতকাল সন্ধ্যায় পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে কবি, লেখক ও সাংবাদিকদের উপস্থিতিতে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় আগামী ২ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য বাংলা কবিতা উৎসব নিয়ে বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়। বহির্বিশ্বে অর্থাৎ বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বাহিরে সর্বপ্রথম ২০০৮ সাল থেকে বাংলা কবিতা উৎসবের আয়োজন করে আসছে তৃতীয়বাংলার দীর্ঘদিনের পুরনো সাহিত্য সংগঠন সংহতি। সংহতি প্রতিষ্ঠিত হয় ১৯৮৯ সালে এবং গত ২৩ বছর থেকে সংহতি বাংলা সাহিত্য সংস্কৃতির আন্দোলনে বরাবরই সরোব ভূমিকা পালন করে আসছে। বাংলা সাহিত্যের কবি, সাহিত্যিকরা আজ পৃথিবীর বিভিন্ন স্থানে বসেও তাদের মৌলিক কর্ম অব্যাহত রেখে চলেছেন। সমৃদ্ধ করছেন বাংলা সাহিত্যের বিভিন্ন অঙ্গন। তেমনি বিলেতের বা তৃতীয়বাংলার কবি সাহিত্যিকদের অবদান বলতে গেলে প্রধান ভূমিকা পালন করে আসছেন। কিন্তু তাঁদের মূল্যায়নের জন্য সর্বপ্রথম উদ্যোগ গ্রহণ করে সংহতি। সংহতি কবিতা উৎসবের পাশাপাশি কবিতা ও বাংলা সাহিত্যের বিভিন্ন বিষয়ে লেখক কবিদের মুল্যায়নের লক্ষে পুরুষ্কৃত করে আসছে কবি ও সাহিত্যিকদের।
বাংলা কবিতা উৎসবকে সামনে রেখে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত হয়ে থাকেন কবি সাহিত্যিকরা। সংহতি বরাবরই নবীন ও প্রবীণ কবিদের সমন্বয়ে যে সংযোগ ফ্লাটফর্ম তৈরি করতে সক্ষম হয়েছে তাহা বাংলা সাহিত্যের সর্বোপরি ঈর্ষীয় অবস্থান বলেই বিবেচিত। এ পর্যন্ত সংহতি আয়োজিত কবিতা উৎসবে বাংলাদেশ থেকে যে সকল নবীন ও প্রবীণ কবি উৎসবে আমন্ত্রিত হয়ে এসেছেন তাঁদের অনেকের মধ্যে কবি বেলাল চৌধুরী, কবি মুস্তাফিজ শফি, কবি রফিক আজাদ, কবি সৈয়দ আল ফারুক, কবি আসাদ চৌধুরী, কবি হাবিবুল্লাহ সিরাজি, কবি মহাদেব সাহা, কবি মুহিত চৌধুরী, তাছাড়াও ইউরোপ, আমেরিকা থেকে যোগ দিয়েছেন নাজমুন নেসা পিয়ারী, আমিরুল আরহাম সহ অসংখ্য কবি সাহিত্যিকরা।
তৃতীয়বাংলার জ্যৈষ্ঠ কবিদের মধ্যে বরাবরই উপস্থিত কবি, লেখক সাংবাদিক ও কলামিস্ট আবদুল গাফফার চৌধুরী, কবি কেতকী কুসারী ডাইসন, কবি মাসুদ আহমেদ, কবি কাদের মাহমুদ, কবি সালেহা চৌধুরী, কবি শামীম আজাদ সহ বিলেতের বিভিন্ন প্রান্ত থেকে আগত কবি সাহিত্যিক।
এবারে সংহতি বাংলা কবিতা উৎসব ২০১২ উপলক্ষে বাংলাদেশ থেকে উপস্থিত থাকবেন বাংলা সাহিত্যের শক্তিমান বরেণ্যে কবি নির্মলেন্দু গুণ, কবি মারুফ রায়হান, কবি ওবায়েদ আকাশ। কানাডা থেকে যোগ দেবেন সব্যসাচী কবি মাসুদ খান সহ অনেকে।
গতকালের মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন বরেণ্যে ব্যক্তিত্ব কবি, লেখক ও কলামিস্ট আবদুল গাফফার চৌধুরী, কবি শামীম আজাদ, কবি গোলাম কবির, কবি ফয়জুর রহমান, লেখক সাংবাদিক ইসহাক কাজল, সাংবাদিক সাহাব উদ্দিন বেলাল, কবি ও সাংবাদিক হামিদ মোহাম্মদ, সাংবাদিক মতিয়ার চৌধুরী, লেখক ও সাংবাদিক কবি মজিবুল হক মনি, কবি আতাউর রহমান মিলাদ, কবি মাশুক ইবনে আনিস, কবি ও ছড়াকার দিলু নাসের, কবি আহমদ ময়েয, লেখক ও গবেষক ফারুক আহমদ, কবি অলি রহমান, কবি কাজল রশিদ, বাংলাদেশ থেকে আগত কবি ও সাংবাদিক মুস্তাফিজ শফি, কবি লোকমান আহমদ, কবি শাহনাজ সুলতানা, কবি সৈয়দ রুম্মান, লেখক ও সাংস্কৃতিককর্মি নোমান আহমদ, এবং সংহতি পরিবারের সদস্যবৃন্দ যথাক্রমে সংহতির প্রতিষ্ঠাতা সভাপতি কবি ফারুক আহমেদ রনি, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নাট্যকার আবু তাহের, প্রতিষ্ঠাতা সহ-সভাপতি সেলিম উদ্দিন, প্রতিষ্ঠাতা সদস্য কবি আব্দুল মুনিম ক্যারল জাহেদী, সৈয়দা তুহিন, সৈয়দা নাজমিন, আইটি বিষয়ক সম্পাদক নোমান চৌধুরী এবং বর্তমান সভাপতি কবি ইকবাল হোসেন বুলবুল, সাধারণ সম্পাদক কবি শামসুল হক এহিয়া,
কোষাধ্যক্ষ হেলাল উদ্দিন, সহ কোষাধ্যক্ষ নজরুল আলম, কবি মঞ্জুলিকা জামালী, কবি শামীম শাহান,  প্রচার সম্পাদক লেখক ও কথাশিল্পী সাঈম চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক আমিনা আলী, কবি শাহ আলম, কবি রেজুয়ান মারুফ, সহ সাধারণ সম্পাদক কবি শামসুল জাকি স্বপন, শিক্ষা সম্পাদক আবৃতিকার মুনিরা পারভিন। তাছাড়াও উপস্থিত ছিলেন টিভি সংবাদ পাঠক ও আবৃতিকার সালাউদ্দিন শাহীন, সাংবাদিক আব্দুল কাদির মুরাদ এবং সুরমা, জনমত, পত্রিকা, বাংলা টাইস্,নতুনদিন, বাংলা পোষ্ট, ইউরো বাংলা, বাংলা মিরর, বেতার বাংলা, চ্যানেল এস, বাংলা টিভি, এটিএন বাংলা, চ্যানেল নাইন, চ্যানেল আই সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে আগামী কবিতা উৎসবকে সার্থক ও গতিশীল করে তুলতে সকলের সার্বিক সহযোগীতার আহবান করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে ছিল ইফতারির আয়োজন ও মুক্ত আড্ডা।